ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচে ভিড় সামলাতে গিয়ে ভুলবশত এক পতাকা বিক্রেতার ওপর লাঠিচার্জ করে বসেন এক সেনাসদস্য। ঘটনার পরপরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি ওই যুবককে এক লাখ টাকা সহায়তা দিয়েছে তারা।
মঙ্গলবার (১০ জুন) খেলার দিন স্টেডিয়ামের ৪ নম্বর গেট এলাকায় ভিড়ের চাপে বিশৃঙ্খলা দেখা দেয়। বিনা টিকিটে ঢোকার চেষ্টায় কয়েকজন জোর করে গেটে চাপ সৃষ্টি করলে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেয়। সে সময় ভিড় ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী লাঠিচার্জ করে। এসময় এক নিরীহ পতাকা বিক্রেতা লাঠিচার্জের শিকার হন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি একেবারেই অনিচ্ছাকৃত এবং দুঃখজনক। ভিড়ের উত্তেজনায় ভুলবশত এমনটি ঘটেছে। ঘটনার পর পতাকা বিক্রেতাকে খুঁজে বের করে তার সঙ্গে দেখা করেন গুলিস্তান আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান চৌধুরী। তিনি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং সহানুভূতির নিদর্শন হিসেবে ওই যুবকের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন।
সেনাবাহিনী দৃঢ়ভাবে জানায়, তারা কখনোই সাধারণ মানুষের ক্ষতি হোক তা চায় না। বরং দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত।
এমএ//