ভারতের ২৪২ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে গুজরাট রাজ্যের আহমেদাবাদে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে।
সর্দার বল্লভভাই প্যাটেল আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করা লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানবন্দরের খুব কাছেই ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় বিমানটিতে ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিল। ভয়াবহ এ দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা এখনও জানা যায়নি। তবে, বহু প্রাণহানির শঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে ইতোমধ্যে গান্ধীনগর থেকে ৯০ জন কর্মীর তিনটি দলকে দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ)। ভাদোদরা থেকেও আরও তিনটি দল যাচ্ছে উদ্ধার অভিযানে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দর এলাকা থেকে বেশ কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। গুজরাট রাজ্য পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিমানবন্দরে উড্ডয়নের সময় এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১ লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
এমএ//