আন্তর্জাতিক

ভারতে বিমান দুর্ঘটনা

সংকেত পাঠিয়েও রক্ষা পায়নি বিমানটি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আহমেদাবাদ বিমানবন্দর সংলগ্ন এলাকায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে।

এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১ লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আহমেদাবাদের বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে  উড্ডয়নের কিছু সময় পরই ‘মে ডে’ সংকেত পাঠায়, যা বিমানটির সংকটাপন্ন অবস্থার প্রমাণ ছিল। তবে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, এমনটি জানিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ)।

‘মে ডে’ সংকেত একটি আন্তর্জাতিক বিপদ সংকেত, যা বিমান বা যাত্রীর জীবন ঝুঁকির মধ্যে থাকলে ব্যবহার করা হয়।

ডিজিসিএ সূত্রে জানা যায়, বিমানের যাত্রা শুরু হয়েছিল দুপুর ১টা ৩৯ মিনিটে গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিল, যার মধ্যে ২৩০ জন যাত্রী, দু’জন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু সদস্য ছিলেন।

বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল, যার ৮ হাজার ২০০ ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে। ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডারের অভিজ্ঞতা ছিল ১,১০০ ঘণ্টা।

একটি সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখা যায়, বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় এবং সেখানে ঘন কালো ধোঁয়া উঠতে থাকে। ঘটনার পরপরই ২৪টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় পুলিশ যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জরুরি সেবা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানের যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, এক কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন। এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিমান দুর্ঘটনা #ভারতে বিমান দুর্ঘটনা #আহমেদাবাদ বিমান দুর্ঘটনা