জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন তারেক রহমান

কূটনৈতিক প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের কোন নির্দিষ্ট আলোচনার বিষয়বস্তু না থাকলেও দেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি এবং নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৩ জুন) লন্ডনের পার্ক লেনের হোটেল ডরচেস্টারে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) বৈঠক শুরু হয়েছে। বেলা ১১টা পর্যন্ত বৈঠকটি চলবে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে বিভিন্ন রাজনৈতিক বিষয়, নির্বাচনের সময়সূচি, নির্বাচনী সংস্কার এবং জুলাই চার্টারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হবে।

তিনি বলেন, ‘গোটা জাতি এখন লন্ডনের দিকে তাকিয়ে রয়েছে। আমি বিশ্বাস করি, ড. ইউনূস এবং তারেক রহমানের এই বৈঠক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে। আলোচনার মাধ্যমেই দেশের সকল রাজনৈতিক সংকট সমাধান করা সম্ভব।’

এছাড়া বৈঠক প্রসঙ্গে বৃহস্পতিবার (১২ জুন) রাতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছিলেন, ‘এই বৈঠক নিয়ে আমরা ভীষণ আশাবাদী। শুধু আমরা কেনো পুরো দেশের মানুষের দৃষ্টি এখন লন্ডনের দিকে। নিশ্চয়ই দুই নেতার মধ্যকার বৈঠকে আলাপ-আলোচনার মধ্য দিয়ে একটা যৌক্তিক সমাধান আসবে।

প্রসঙ্গত, গেল ১০ জুন চারদিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা। আগামী ১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধান উপদেষ্টা #তারেক রহমান #বিএনপি #বৈঠক #প্রধান উপদেষ্টার বৈঠক