আন্তর্জাতিক

ইরান-ইসরাইল সংঘাত

ইরানের ৩ সামরিক কর্মকর্তাসহ ৬ পরমাণুবিজ্ঞানী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরান ও আশেপাশের এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার (১৩ জুন) ভোররাতে চালানো অতর্কিত এই হামলায় ইরানের ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। 

ইরানের সংবাদমাধ্যম তাসনিম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইসরাইলের হামলায় নিহত পরমাণুবিজ্ঞানীরা হলেন— আব্দুল হামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, আমিরহোসেইন ফেকহি, মাতলাবিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।

এছাড়া, দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামিসহ দেশটির ৩ শীর্ষ সামরিক কর্মকর্তা নিহতের খবর পাওয়া গেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনা নাতানজেতে হামলা চালিয়ে বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছে ইসরাইল।’

তিনি আরও বলেন, ‘যত দিন পরমাণু সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে সময় লাগে তত দিন হামলা চালিয়ে যাবে ইসরাইল।’

দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে বলেন, "ভোরবেলায় ইহুদিবাদী শাসকগোষ্ঠী ইরানের আবাসিক এলাকায় হামলা চালিয়ে তাদের নিষ্ঠুরতা আরও স্পষ্ট করে তুলেছে। এ আক্রমণের কঠিন মূল্য তাদের দিতে হবে।"

এদিকে হামলার জবাবে ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসরাইলকে লক্ষ্য করে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে। তবে ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ইসরায়েলের মাটিতে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরাম