স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, আরও ১৫৯ জন আক্রান্ত 

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৫৯ জন। শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া পাঁচজনের মধ্যে ৪ জন বরিশাল বিভাগের ও একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। 

এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন। 

এছাড়া ১০৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫ হাজার ১১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৭০ জন। এর মধ্যে ৫৯.৫ শতাংশ পুরুষ এবং ৪০.৫ শতাংশ নারী রয়েছেন।  চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৮ জন মারা গেছেন। তবে, 

গেল বছরের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বাস্থ্য #ডেঙ্গু #ডেঙ্গুতে মৃত্যু