সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট এলাকায় মরিচ ক্ষেত থেকে একটি গ্রেনেড উদ্ধার করে ডিসপোজাল করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে জমির কৃষক সাব্বির আহমদ গ্রেনেডটি দেখতে পেরে পুলিশকে জানান। পুলিশ সেনাবাহিনীকে জানালে আজ শুক্রবার (১৩ জুন) দুপুরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয় কৃষক সাব্বির আহমদের গ্রেনেডটি দেখে থানায় খবর দেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে শান্তিগঞ্জ সেনাবাহিনীর অধিনায়ককে অবগত করি। তারা শুক্রবার এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেনেডটি প্রথমে সাব্বির আহমদের জমিতে একজন কৃষক কাজ করা সময় গ্রেনেড সাদৃশ্য কিছু দেখতে পান। পরে অন্যান্য স্থানীয় বাসিন্দাদের দেখালে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে গ্রেনেডটি পরীক্ষা করেন এবং নিশ্চিত হন যে এটি একটি সক্রিয় কে৩৬ অথবা এম৩৬ মডেলের গ্রেনেড। এরপর তারা নিরাপদ দূরত্বে গ্রেনেডটি নিয়ে যান এবং তা নিষ্ক্রিয় করেন।
শান্তিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল আল হোসাইন বলেন, এটি কে৩৬ অথবা এম৩৬ মডেলের সক্রিয় গ্রেনেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের সময় এই মডেলের গ্রেনেড ব্যবহৃত হতো। এটি এতোদিন মাটি ছাপা ছিলো এখানে। আবার অন্য জায়গা থেকে কেউ এখানে নিয়ে আসতে পারে।
তিনি আরও বলেন, পুলিশ সেনাবাহিনীকে জানানোর পর বোম্ব ডিসপোজাল ইউনিট সফলভাবে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে।
এমএ//