ভারতে অবৈধভাবে বসবাস করায় আটক ১৬ জন বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১৩ জুন) দুপুর ১টা ৪৫ মিনিটে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্তের ৬০/৮৫-আর পিলারের কাছে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে দুপুর ১২টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীন কুমারিপাড়া ক্যাম্প থেকে বিএসএফ জানায়, ভারতীয় এলাকায় অবৈধভাবে বসবাস করার অভিযোগে ১৬ জন বাংলাদেশি নাগরিককে তারা আটক করেছে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৮ জন শিশু রয়েছে। পরে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবিকে প্রেরণ করে বিএসএফ।
পরবর্তীতে মহেশপুর ব্যাটালিয়নের অধীন বাঘাডাঙ্গা কোম্পানির খোসালপুর বিওপি কমান্ডার প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিএসএফের কাছ থেকে বাংলাদেশিদের গ্রহণ করেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, হস্তান্তরপ্রাপ্ত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আই/এ