ইরান ও ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে এই বার্তাটি। খবর পার্স টুডে।
ভিডিও বার্তায় খামেনি বলেন, ইসরাইলের হামলায় আমাদের কয়েকজন প্রিয় কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক শাহাদিৎবরন করেছেন। এটি সবার জন্য কষ্টদায়ক, ইরানি জাতি ও তাদের পরিবারের প্রতি অভিনন্দন ও শোক জানাচ্ছি।
তিনি বলেন, ইসরাইল বড় ভুল করে ফেলেছে। মারাত্মক এই ভুলের পরিণতিতে দখলদার ইসরাইল অসহায় হয়ে পড়বে, ইনশাআল্লাহ।
খামেনি বলেন, ইরানি জাতি শহিদদের মূল্যবান রক্ত বৃথা যেতে দেবে না। ইরানি জাতি তাদের দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না।
ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং দেশের কর্মকর্তাগণ ও সর্বস্তরের জনগণ সশস্ত্র বাহিনীর সঙ্গে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত ইহুদিবাদী শত্রুর ওপর প্রচণ্ড আঘাত হানবে।
ইরানি জাতি আমাদের সাথে আছে, সশস্ত্র বাহিনীর সাথে আছে এবং আল্লাহর ইচ্ছায় ইসলামী প্রজাতন্ত্র ইহুদিবাদী দখলদার ইসরাইলকে পরাজিত করবে।
এমএ//