জাতীয়

সিলেটে বন্ধ হচ্ছে পাথর কোয়ারি: রিজওয়ানা হাসান

বায়ান্ন প্রতিবেদন

ফাইল ছবি

পরিবেশ রক্ষা ও টেকসই পর্যটনকে অগ্রাধিকার দিয়ে সিলেটের জাফলং- এ আর কোনও পাথর কোয়ারি ইজারা দেয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (১৪ জুন) সকালে জাফলং পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। 

জাফলংকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পাথর উত্তোলনের কারণে জাফলংয়ের পরিবেশ হুমকির মুখে পড়ছে। এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণে এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা আরও বড় ধরণের ক্ষতির কারণ হবে। তাই এই অঞ্চলকে পর্যটনের উপযোগী করে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

তিনি আরও জানান, পাথর শ্রমিকদের জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। 

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. ফায়জুল কবির খানও সেখানে উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করে জানান, জাফলংয়ের অনেক পাথর ক্রাশার মেশিনে অবৈধভাবে উত্তোলিত পাথর প্রক্রিয়াজাত করা হচ্ছে। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

তার নির্দেশে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে এসব অননুমোদিত ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।

অধ্যাপক ফায়জুল কবির আরও জানান, জাফলংয়ের পর্যটন অবকাঠামো উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রিজওয়ানা হাসান #পরিবেশ রক্ষা ও টেকসই পর্যটন