জাতীয়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশে সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও পরিচালন দক্ষতা বাড়াতে ২৫ কোটি মার্কিন ডলারের একটি ঋণ সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। শনিবার (১৪ জুন) সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিটার) প্রকল্প’-এর আওতায় এই অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড।

বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিকল্পনা বিভাগ, সরকারি ক্রয় কর্তৃপক্ষ (বিপিপিএ) এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হবে। ডিজিটাল পদ্ধতিতে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম চালানো হলে জবাবদিহিতা ও দক্ষতা দুইই বাড়বে।

বিশ্বব্যাংকের বাংলাদেশের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, এই বিনিয়োগ ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দুর্নীতির ঝুঁকি হ্রাস করবে এবং সরকারি সেবার গুণমান ও নাগরিকদের প্রবেশাধিকার উন্নত করবে। এর ফলে সরকারের প্রতি মানুষের আস্থাও বাড়বে।

এই প্রকল্পের মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে কর ব্যবস্থার আধুনিকীকরণ, করদাতার অংশগ্রহণ বৃদ্ধি, এবং রাজস্ব আয়ে টেকসই প্রবৃদ্ধি আনা। পাশাপাশি সরকারি ব্যয়ের দক্ষ ব্যবস্থাপনা, ইলেকট্রনিক গভার্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) নতুন সংস্করণ চালু করা এবং অডিট ব্যবস্থাকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরের কাজও এই প্রকল্পের অন্তর্ভুক্ত।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার যৌথভাবে আরেকটি নীতিনির্ভর ঋণ কর্মসূচি (ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট) প্রণয়ন করছে, যা বোর্ড সভায় এই মাসের শেষ দিকে উপস্থাপন করা হবে। এটি রাজস্ব আহরণ, ব্যাংকিং খাত, সরকারি বিনিয়োগ, তথ্য ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সংস্কারে সহায়তা করবে। সিটার প্রকল্প এই উদ্যোগের পরিপূরক হিসেবে কাজ করবে।

প্রকল্পটির প্রধান অর্থনীতিবিদ ও টিম লিডার সুলেমান কুলিবালি বলেন, ‘পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো হচ্ছে একটি সমন্বিত দৃষ্টিভঙ্গিতে, যা দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি গঠনে সহায়ক হবে।’

উল্লেখ্য, স্বাধীনতা লাভের পর থেকেই বাংলাদেশে বিশ্বব্যাংক অন্যতম বড় উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। এখন পর্যন্ত সংস্থাটি বাংলাদেশকে ৪৫ বিলিয়ন ডলারের বেশি অনুদান ও স্বল্পসুদে ঋণ দিয়েছে। আইডিএ অর্থায়নের আওতায় সম্প্রতি বিশ্বের শীর্ষ ঋণগ্রহীতা দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষে।

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্বব্যাংক #বাংলাদেশ #২৫ কোটি ডলার