প্রবাস

মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশি প্রবাসী আটক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যের পাসির গুদাংয়ে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল প্রক্রিয়াকরণ ও নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ২২৫ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে ৮৪ বাংলাদেশি রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) জোহর ইমিগ্রেশনের পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বৈধ পারমিট ছাড়া বিদেশিরা কাজ করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৬৬৪ জন স্থানীয় ও বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ২২৫ জনকে আটক করা হয়েছে।

আটকৃতদের মধ্যে ১৩৩ জন চীনা, ৮৪ জন বাংলাদেশি এবং দুজন করে ইন্দোনেশীয়, পাকিস্তানি ও নেপালি নাগরিক রয়েছেন। তাদের সবার বয়স ২১ থেকে ৬৩ বছরের মধ্যে। এ ছাড়াও প্রকল্পের ব্যবস্থাপক ও মানবসম্পদ কর্মকর্তাসহ স্থানীয় একজন পুরুষ এবং একজন নারীকে আটক করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আটকৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(সি) ধারা (বৈধ পাস বা অনুমতি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও অবস্থান) এবং ১৫(১)(সি) ধারা (পাস বা অনুমতি মেয়াদোত্তীর্ণ বা বাতিল হওয়ার পর অবস্থান) এর অধীনে তদন্ত চলছে।

এছাড়া আটককৃত দুই স্থানীয় নাগরিককে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৫৬(১)(ডি) ধারা (বিদেশি নাগরিকদের আশ্রয় দেওয়া) এর অধীনে তদন্ত করা হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মালয়েশিয়া #প্রবাস #প্রবাসী আটক