সমাজ সচেতনতা, মানবিক কর্মকাণ্ড ও সঙ্গীতশিল্পী হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন কুঁড়েঘর ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। দেশের বিভিন্ন দুর্যোগ, বৈষম্য কিংবা দুর্ঘটনার সময় নিয়মিতভাবে সহমর্মিতার হাত বাড়িয়েছেন তিনি।
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তাসরিফ খান জানান, দেশে চলমান সামাজিক বৈষম্য, নিরাপত্তাহীনতা এবং চারদিকে ছড়িয়ে থাকা নেতিবাচক মনোভাবের কারণে তিনি গভীর হতাশায় ভুগছেন।
এসব কারণে ভবিষ্যতে দেশের বাইরে যাওয়ার ইচ্ছার কথাও জানান এই তরুণ শিল্পী। যদিও এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং কোন দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাও তিনি স্পষ্ট করেননি।
তাসরিফ বলেন, ছোটবেলা থেকেই তিনি দেশের জন্য কিছু করতে চেয়েছেন। বিদেশে যাওয়ার ইচ্ছা কখনোই তেমন ছিল না। কিন্তু এখন দেশের পরিস্থিতি যেভাবে বদলে যাচ্ছে, তা সহ্য করা কষ্টকর। চারপাশে যে রাজনীতি, প্রতারণা আর মুখোশধারী আচরণ এসব দেখে মন বিষণ্ণ হয়ে ওঠে।
তিনি আরও বলেন, যানজট বা ব্যক্তিগত আঘাত সহ্য করা যায়, কিন্তু নোংরামি বা ভণ্ডামি মেনে নেয়া যায় না। এখন মনে হয় সবাই যেন সামনে সৌহার্দ্য এবং পেছনে প্রতারণার অভিনয় করছে । এই দ্বিচারিতা তাকে দগ্ধ করে।
তাসরিফ খান দেশের প্রতি তার ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করে বলেন, দেশের সেবা করতে হলে যে বড় পদেই যেতে হবে, এমনটা নয়। যেখানেই থাকি না কেন, দেশের জন্য কাজ করতে পারব। তবে বর্তমান পরিস্থিতিতে হয়তো দু–এক বছরের মধ্যে দেশ ছাড়তে পারেন বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ‘মধ্যবিত্ত’ গানটির মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তাসরিফ। পরে ‘তুমি মানে আমি’, ‘ময়না রে’, ‘তাই তো আইলাম সাগরে’, ‘ব্যাচেলর’ এবং ‘রাজার রাজ্যে সবাই গোলাম’ গানগুলো আরও জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে তাকে।
এসকে//