পাবনায় দেশীয় ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড ১২ বোরের কার্তুজসহ মো: সাব্বির হোসেন (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷সাব্বির হোসেন সদর উপজেলার মাসুমবাজার এলাকার আব্দুল আজিজ হোসেনের ছেলে৷
শনিবার (১৪ জুন) রাত আড়াইটার দিকে সদর উপজেলার মাসুমবাজার এলাকার তালিমুদ্দিন একাডেমি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷ পাবনা সদর থানার উপ-পরিদর্শক সবুজ সাহা বায়ান্ন টিভিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অভিযুক্ত সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যাবসা করতেন মর্মে পুলিশের কাছে তথ্য ছিলো৷ পরে গতরাতে অস্ত্র বিক্রির খবর পেয়ে অভিযানে নামে পুলিশ৷ শহরের পূর্ব শালগাড়ীয়া বাংলা ক্লিনিক এর পাশে (মাসুম বাজার সংলগ্ন) তালিমুদ্দিন একাডেমী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়৷ সেসময় তার কাছে দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড ১২ বোরের কার্তুজ পাওয়া যায়৷ পরে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সদর থানার উপ পরিদর্শক মো: আরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷
আই/এ