জাতীয়

১০ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-ব্যাংক-আদালত

ঈদুল আজহার ছুটির দীর্ঘ বিরতি শেষে আজ রোববার (১৬ জুন) আবারও খুলছে দেশের সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস, এরপর শুরু হয় ঈদ উদ্‌যাপন ও ছুটির আমেজ।

পবিত্র ঈদুল আজহা পালিত হয় ৭ জুন। ছুটির অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১০ দিন ছুটি পান, যা শেষ হলো ১৪ জুন। 

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়। তবে ছুটির ভারসাম্য রাখতে ১৭ ও ২৪ মে—দুই শনিবার অফিস খোলা রাখা হয়েছিল।

এদিকে, ঈদের ছুটির পর নতুন করে কর্মসূচিতে ফিরছে ‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’। সরকারি চাকরির সংস্কার ও কিছু বিতর্কিত কর্মকর্তার অপসারণসহ বিভিন্ন দাবিতে তারা ১৬ জুন থেকে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছে।

সংগঠনের কার্যকরী সভাপতি ও সাবেক সচিব মো. আব্দুল খালেক গণমাধ্যমকে জানান, এবার আন্দোলনে আরও বেশি মানুষ যুক্ত হবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

সরকারি চাকরি (সংশোধিত) অধ্যাদেশ-২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নূরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আজ ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সংগঠনের নেতারা বৈঠকে বসে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন এবং তা গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদ #ছুটি #সরকারি ছুটি