আন্তর্জাতিক

এক ঘণ্টায় ১০টি ইসরাইলি বিমান ধ্বংস, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

মাত্র ১ ঘণ্টায় মধ্যে ১০ টি ইসরাইলি যুদ্ধবিমান ভুপাতিত করা হয়েছে। এমনটাই দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি।

ইরানের খাতাম আল-আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার মেহের নিউজকে জানিয়েছেন, এক ঘণ্টার মধ্যে ইরান দখলদার ইসরাইলের ১০টি সামরিক বিমান ধ্বংস করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ইসরাইলের পক্ষ থেকেও কোনো বার্তা আসেনি।

দাবিকৃত বিমান গুলো আসলে যুদ্ধবিমান, ড্রোন, নাকি নজরদারি চালানোর বিমান—সে ব্যাপারে স্পষ্ট করে কোনো কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, এর আগে শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানে আগ্রাসী বিমান হামলা চালায় দখলদার ইসরাইল। ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এ ছাড়া আবাসিক স্থানেও হামলা চালায় দখলদার বাহিনী। হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ একাধিক কমান্ডারসহ ৮০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২০ জন শিশু রয়েছে।

জবাবে শুক্রবার রাতে ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আঘাত হানে তেলআবিবে। ওই হামলায় চারজন নিহত হন এবং বহু মানুষ আহত হন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল