বিনোদন

শুভর সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন মন্দিরা

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সম্প্রতি আরিফিন শুভর সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে কথা বলেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাদের অভিনীত সিনেমা নীলচক্র-এর পর তাদের পর্দার রসায়ন দর্শকদের বেশ মুগ্ধ করেছে। এই মিষ্টি জুটির অন-স্ক্রিন সম্পর্ক দেখে অনেকেই তাদের বাস্তব জীবনে এক হওয়ার আশা প্রকাশ করছেন এবং সামাজিক মাধ্যমে তাদেরকে বিয়ে করে নেয়ারও প্রস্তাবও দিচ্ছেন।

বর্তমানে আরিফিন শুভ একেবারে সিঙ্গেল। কারণ অনেক আগেই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। নীলচক্র  সিনেমায় তাদের রোমান্টিক দৃশ্য দেখে অনেকেই মনে করছেন, পর্দার এই জুটি বাস্তবেও বেশ মানাবে।  তবে দর্শকদের এমন আশা তারা পূরণ করবেন কি না তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মন্দিরা।

মন্দিরা বলেন, এই সিনেমাটি ছিল আমার জীবনের দ্বিতীয় কাজ। কিন্তু এরপর থেকে যে এত পরিমাণ সাড়া পাচ্ছি, তা সত্যিই অবাক করা।  প্রতিটি পোস্টেই একটাই কথা উঠে এসেছে আপনারা বিয়ে করে ফেলুন!

তিনি আরও বলেন, এটা সত্যি যে দর্শক তাদের এই জুটিকে খুবই ভালোবেসে ফেলেছেন।  আর এই দর্শকদের উদ্দেশ্য করেই মন্দিরা বলেন, জানি না তারা কি আসলেই চান তারা বিয়ে করুক? তবে মন্দিরা নিশ্চিত করে বলেন, তাদের মধ্যে এমন কিছু হবার সম্ভাবনা নেই।  

শুভর অভিনয়ের প্রশংসা করে মন্দিরা বলেন, শুভ ভাই একজন অসাধারণ শিল্পী।  তার অভিনয় দেখে তিনি মুগ্ধ।  কিন্তু বাস্তবে তাদের সম্পর্কের মধ্যে এমন কিছু (বিয়ে) কখনও হবে না।

সিনেমার প্রচারে শুভ ও মন্দিরার মধ্যে খুনসুটি এবং মিষ্টি সম্পর্কের দৃশ্য অনেক দর্শককে আকৃষ্ট করেছে, যা গুঞ্জনও তৈরি করেছে।  যদিও তারা শুধু পেশাগত সম্পর্কেই সীমাবদ্ধ।  তবে দর্শকদের কাছে তাদের বাস্তব জীবনেও এক হওয়া নিয়ে দারুণ আগ্রহ রয়েছে।

এসকে// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মন্দিরা চক্রবর্তী #আরিফিন শুভ