বিনোদন

‘যে কোনো চরিত্রকে জীবন্ত করে তোলাই আমার কাজ’

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার রোমান্টিক-অ্যাকশন জগতে এক ঝলক আলো হয়ে আছেন আরিফিন শুভ। কখনো রোমান্টিক নায়ক, কখনো সাহসী চরিত্রে, সবসময়ই দর্শকদের মুগ্ধ করে রেখেছেন তিনি। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গেলো বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সিনেমার পর্দায় আর দেখা যায়নি তাকে। তার অভিনীত শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই যেন একরকম আড়ালে চলে যান শুভ। মুজিব চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।

সম্প্রতি এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ‘মুজিব’ সিনেমায় নিজের পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন এ অভিনেতা। জানালেন, এ সিনেমার জন্য তিনি এক টাকাও নেননি!

শুভর কথায়, ‘শ্রমের মূল্য একজন মানুষ নিজেই নির্ধারণ করেন। এটাই কি স্বাভাবিক নয়? কেউ তার বেতন নিজে ঠিক করেন; সেটা কি অপরাধ? আমি যদি ১০০ টাকায় সিনেমা করি, আর ‘মুজিব’ করতে ১০ হাজার টাকা নিই—তাহলে সমালোচনার জায়গা ছিল। তখনই সমালোচনা করতে পারতেন। কিন্তু আমি তো উল্টোটা করেছি। পারিশ্রমিক নিইনি।’

সাক্ষাৎকারে যখন জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব পেলে কী করবেন- জানতে চাওয়া হয়, শুভ অকপটে বলেন, ‘আমি একজন অভিনেতা। যেকোনো চরিত্রে ঢুকে সেটিকে জীবন্ত করে তোলাই আমার কাজ। পরিচালক আমাকে যোগ্য মনে করলে, আমি সবসময় প্রস্তুত।’

সবকিছু ছাপিয়ে, ঈদুল আজহায় ‘নীলচক্র’ সিনেমা দিয়ে আবারও পর্দায় ফিরছেন শুভ। মিঠু খান পরিচালিত এই ছবিতে তার সঙ্গে আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ান।  

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আরিফিন শুভ