নাটকের জনপ্রিয় মুখ মন্দিরা চক্রবর্তী এবার বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। চলচ্চিত্রে ‘কাজল রেখা’ দিয়ে অভিষেকের পর দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’ দর্শকের মনোযোগ কাড়লেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য আসেনি।
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘নীলচক্র’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এটি ছিল তার চলচ্চিত্র জীবনের দ্বিতীয় কাজ। বাণিজ্যিকভাবে সিনেমাটি ঈদের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে থাকলেও মন্দিরার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শক ও সহকর্মীদের কাছ থেকে।
মন্দিরা গণমাধ্যমকে জানান, কাজল রেখার সাফল্যের পর ‘নীলচক্র’-এর মাধ্যমে তিনি বড় পর্দায় আরও আত্মবিশ্বাসী হয়েছেন। অভিনয় দেখে অনেক দর্শক ও পরিচিতজন সামাজিক মাধ্যমে প্রশংসা জানিয়েছেন, যা তাকে অনুপ্রেরণা জুগিয়েছে।
তিনি বলেন, কাজল রেখা দিয়ে নবাগত হিসেবে আশাতীত সাড়া পেয়েছি। আর নীলচক্রতেও সবাই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। আমাকে আরও ভালো অভিনয়ের জন্য উৎসাহ দিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
চলচ্চিত্রে মনোযোগ বাড়ানোর প্রসঙ্গে মন্দিরা আরও বলেন,ভবিষ্যতে ভালো গল্প ও চরিত্র বেছে নেওয়ার দিকেই মনোযোগ দিতে চাই। একজন শিল্পীর জন্য সম্মানী অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমার কাছে ভালো গল্প ও চরিত্রের গুরুত্ব বেশি। এই সময়টাকে আমি শিল্পী হিসেবে নিজের সেরা সময় ভাবছি, এবং সেটা উপভোগ করতে চাই।
এসকে//