ইসরাইল যদি আবারও হামলা চালায়, তাহলে পাল্টা আক্রমণ আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইসরাইলে হামলার বিষয়ে এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ‘ইসরাইল যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ইরানের প্রতিরোধমূলক আক্রমণ আরও জোরালো ও বিস্তৃত হবে।’
একই বিবৃতিতে ইরান দাবি করেছে, ইসরাইলের আক্রমণের সময় ইরানের নিজেদের আকাশসীমায় অন্তর্ভুক্ত অঞ্চলগুলোতে তিনটি ক্রুজ মিসাইল, ১০টি ড্রোন এবং আরও বহু ক্ষুদ্র আকারের হামলাকারী ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে।
এদিকে দখলদার ইসরায়েলে শনিবার মধ্যরাত ও রোববার ভোরে দুই দফা হামলা চালিয়েছে ইরান। এতে ব্যবহার করা হয়েছে দ্রুতগতির মিসাইল। দুইবারের এ হামলায় অন্তত ১০ জন ইসরাইলি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ২৭০ জন।
এর আগে গেল শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানে বর্বর বিমান হামলা চালায় দখলদার ইসরাইল। ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালায় দখলদার বাহিনী।
হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ একাধিক কমান্ডারসহ অন্তত ৮০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২০ জন শিশু রয়েছে। জবাবে শুক্রবার রাত থেকে ইসরাইলে হামলা চালাচ্ছে ইরান।
এমএ//