ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরাইল হামলা বন্ধ করলে ইরানও হামলা বন্ধ করবে।
আজ রোববার (১৫ জুন) তেহরানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদি ইসরাইলি হামলা বন্ধ হয়, তাহলে আমাদের জবাবও বন্ধ হয়ে যাবে। গত শুক্রবার ইসরাইলি হামলা শুরু হওয়ার পর এই প্রথম প্রকাশ্য আসলেন আব্বাস আরাঘাচি।
কূটনীতিকদের সামনে দেওয়া এক বক্তব্যে আরাঘচি আরো বলেন, ‘যদি আগ্রাসন বন্ধ হয়, আমাদের জবাবও বন্ধ হবে।’
তার এই বক্তব্যের পর ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েল আজও ইরানে হামলা চালাচ্ছে।