ইরান ইসরাইল যুদ্ধ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান কথা বলেছেন। শনিবার ১৪ জুন তারা টেলিফোনে কথা বলেন। এসময় ইসরায়েল ও ইরানের উত্তেজনা, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তুরস্কের যোগাযোগ বিভাগ জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ান সৌদী যুবরাজকে বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ‘সবচেয়ে বড় হুমকি’। সম্প্রতি ইরানের ওপর হামলার মধ্য দিয়ে এটা আবারো প্রমাণিত।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্ব ও গণহত্যার ব্যাপারে তারা চোখ বন্ধ করে আছে। এই নীরবতা ইসরায়েলকে আরও বেপরোয়া হতে উৎসাহ যোগাচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ইরানে ইসরাইলের হামলার সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে আলোচনা হচ্ছিলো। সেই শান্তি প্রচেষ্টা নস্যাৎ করতেই এই হামলা চালানো হয়।
তিনি দাবি করেন, ইসরাইলি হামলার ফলে পারমাণবিক গ্যাস বা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে। এটি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য এক ভয়াবহ দৃষ্টান্ত। ।
এরদোয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই অঞ্চলে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে অনিয়মিত অভিবাসনের ঢল নামতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অবশ্যই আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।