আন্তর্জাতিক

ত্রাণ সংগ্রহের সময় ইসরাইলি সেনাবাহিনীর গুলি, নিহত ৬৭ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ত্রাণ নিতে আসা আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার (২০ জুলাই) সকালে গাজার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক গুলি চালানো হয়েছিল। 

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, একই দিন গাজার অন্যান্য অঞ্চলে ত্রাণের জন্য অপেক্ষারত অবস্থায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন আরও ৬ জন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এর আগের দিন শনিবার (২০ জুলাই) একইভাবে ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিল আরও ৩৬ জন ফিলিস্তিনি। নিহত ও আহতদের গাজার শিফা হাসপাতালে নেয়া হয়েছে।

হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. হাসান আল-শায়ার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, বিপুল সংখ্যক আহতকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেককে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে গাজার কেন্দ্রীয় অঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকায় নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

রোববার আইডিএফ জানায়, দেইর আল-বালাহ শহরের স্থানীয় বাসিন্দা ও শরণার্থীদের দ্রুত আল-মাওয়াসি উপকূলীয় অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জাতিসংঘও বলেছে, গাজার মানুষ চরম খাদ্য ও ওষুধ সংকটে রয়েছে। অবিলম্বে মানবিক সহায়তা বৃদ্ধি ও নিরাপদ ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র : বিবিসি

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #গাজা