ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, আলবুর্জ প্রদেশে মোসাদের দুই গোয়েন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিস্ফোরক ও ইলেক্ট্রনিক ডিভাইস প্রস্তুত করছিল।
এর আগে, ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে জানিয়েছে ইরানে হামলার প্রস্তুতি হিসেবে মোসাদ কয়েক মাস ধরে ইরানে ড্রোন এবং গোলাবারুদ পাচার করেছিলো।
প্রতিবেদন অনুসারে, মোসাদের দলগুলি উৎক্ষেপণস্থলে ক্ষেপণাস্ত্র পরিবহনকারী কয়েক ডজন ইরানি ট্রাকে হামলা চালিয়েছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করেছে।
এর আগে ইরানের হয়ে কাজ করায় দুজনকে গ্রেপ্তারের দাবি করেছে ইসরাইল। শনিবার টাইমস অব ইসরাইলের খবরে দাবি করা হয়, ইসরাইলের নিরাপত্তার জন্য ক্ষতিকর কার্যক্রমের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এমএ//