আন্তর্জাতিক

আবারও ইসরাইলে মিসাইল ছুড়েছে ইরান, জবাব দিচ্ছে তেল আবিব

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

ইসরাইলকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। হামলার জবাবে ইরানের রাজধানী লক্ষ্য করে পাল্টা হামলা করেছে তেল আবিব।

রোববার (১৫ জুন) দুপুরে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইল ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন অংশে এ হামলা চালিয়েছে। তবে ইরানের দাবি তেহরানে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অপরদিকে ইরানের হামলা ঠেকিয়ে দেয়ার দাবি করেছে ইসরাইল।

আল জাজিরা বলছে, দিনের বেলায় তেহরান এবং এর আশেপাশে  এটিই সর্বোচ্চ সংখ্যক মিসাইল হামলার ঘটনা। তেহরানের অন্তত তিনটি অংশকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

এগুলো হচ্ছে সরকারি ভবন ও এর আশেপাশের এলাকতবে বেসামরিক এলাকাও অন্তর্ভুক্ত। তেহরান একটি ঘনবসতিপূর্ণ শহর, যেখানে প্রায় ১.৫ কোটি মানুষ বাস করেহামলাটি এমন এক দিনে ঘটলো যেদি সপ্তাহের প্রথম কর্ম দিবস শুরু।

এদিকে ইসরাইল ইরানিদের সামরিক ভবনের কাছাকাছি না থাকার হুমকি দিয়েছে

অপরদিকে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানে ইসরাইল সমর্থিত সন্ত্রাসীরা ধারাবাহিক গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছেএর জবাবে ইসরাইলকে লক্ষ্য করে কমপক্ষে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #ইরান