দেশজুড়ে

র‍্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবক অপহরণ, ৭২ ঘণ্টা পর উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে র‍্যাব পরিচয়ে অপহরণের ৭২ ঘণ্টা পর মো. হাফিজ উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

রোববার (১৫ জুন) সকালে টেকনাফের রঙ্গিখালীর গহিন পাহাড়ে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। র‍্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে বরখাস্ত সেনাসদস্য মো. সুমন মুন্সিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অপহরণকারীদের আস্তানা থেকে দেশীয় অস্ত্র, গুলি, র‍্যাবের পোশাক ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

 

র‍্যাব-১৫-এর অধিনায়ক বলেন, অপহরণকারীরা ভিকটিমের পরিবার থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। এরপর যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ভিকটিমকে নিরাপদে উদ্ধার ও মূল হোতাসহ সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার