আন্তর্জাতিক

ইরান-ইসরাইল সংঘাত

ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দাপ্রধান ও দুই জেনারেল নিহত

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি ছবি: সংগৃহীত

দখলদার ইসরাইলের বিমান হামলায় এবার নিহত হলেন  ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল।

ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয় রোববার (১৫ জুন) তাদের হত্যা করে ইসরাইল। প্রতিবেদনে আবরও বলা হয়, রাজধানী তেহরানে লক্ষ্য করে চালানো হামলায় আইআরজিসিরি গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি এবং তার সহকারী হাসান মোহাকিক নিহত হন। নিহত অপর জেনারেলের নাম মোহসেন বাঘারি।

এর আগে, যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ইরানের বিপ্লবী গার্ডের প্রধানকে হত্যার তথ্য জানান। তিনি বলেন, আমি আপনাকে জানাচ্ছি আমরা তাদের প্রধান গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারীকে তেহরানে হত্যা করেছি।

এদিকে, নতুন করে আরও হামলার শুরু করতে যাচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় ইসরাইলিদের তাদের নিরাপত্তার জন্য ‘গুরুত্বপূর্ণ এলাকা’ ত্যাগ করতে বলেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে ইসরাইলিদের প্রতি এ আহ্বান জানানো হয়।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সাইয়্যাদ বলেন, ‘আপাতদৃষ্টিতে সুরক্ষিত বাংকার বা আন্ডারগ্রাউন্ড শেল্টারও আর নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।’

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন #আইআরজিসি #গোয়েনন্দা প্রধান