আন্তর্জাতিক

৩৫০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, প্রতিবার ছুড়েছে ৩০–৬০ টি

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলকে লক্ষ্য করে এখন পর্যন্ত প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।  এমন দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই আশ্রয়কেন্দ্রে ছিলেন না।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েল দাবি করেছে, গত কয়েক দিনে ইরান প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের প্রতিটি হামলায় ছোঁড়া হয় ৩০ থেকে ৬০টি ক্ষেপণাস্ত্র।

তবে ইরান জানিয়েছে, তারা এখন পর্যন্ত প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় চালানো ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল