আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যাচ্ছে আমেরিকার রণতরী

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: ফাইল ছবি

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিমদিকে রওনা দিয়েছে। মেরিন ট্রাফিকের তথ্যে জানা গেছে, রণতরীটি পশ্চিমে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সোমবার (১৬ জুন) সকালে জাহাজটির নতুন গন্তব্য অভিমুখে দেখা গেছে। জাহাজের গতিপথে নজর রাখা ওয়েবসাইট মেরিন ট্রাফিকের দেয়া তথ্যের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতিপথ অনুযায়ী চলতি সপ্তাহের শেষদিকে রণতরীটির ভিয়েতনামের দানাংয়ে থাকার কথা ছিল। শুক্রবার জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়ার পরিকল্পনা ছিলো। এখন সে আয়োজন বাতিল হয়েছে। একজন কূটনীতিক এবং দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের মার্কিন দূতাবাস বলেছে, ‘এক জরুরি অপারেশনাল প্রয়োজনে’ রণতরীটির দানাং যাত্রা বাতিল করা হয়েছে। 

এ প্রসঙ্গে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোন সাড়া পায়নি।

ইউএসএস নিমিৎজের নেতৃত্বাধীন যুদ্ধজাহাজের বহর কয়েকদিন আগেও দক্ষিণ চীন সাগরে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেছে। এটিকে ‘ইন্দো-প্যাসিফিকে মার্কিন নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ’ বলছে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বহরের কমান্ডারের ওয়েবসাইট। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মার্কিন রণতরী #ইরান #ইসরাইল #যুক্ররাষ্ট্র