জাতীয়

দুদক চেয়ারম্যানের প্রশ্ন

'টিউলিপ নির্দোষ হলে মন্ত্রিত্ব ছাড়লেন কেন?'

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক নির্দোষ হলে ক্ষমতা ছড়লেন কেন এমন প্রশ্ন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

সোমবার (১৬ জুন) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, টিউলিপের বিরুদ্ধে তিনটি মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে, আর একটি মামলার তদন্ত চলছে।

তিনি বলেন, ‘টিউলিপ নিজেকে কখনো ব্রিটিশ, কখনো বাংলাদেশি হিসেবে তুলে ধরেন। কিন্তু আমরা যখন তার কাগজপত্র পর্যালোচনা করছি, তখন তাকে বাংলাদেশের নাগরিক হিসেবেই পাওয়া যাচ্ছে। সুবিধা মতো পরিচয় বদল কতটা গ্রহণযোগ্য, সেটা সবার ভাবার বিষয়।’

টিউলিপের বিরুদ্ধে আরও কিছু আর্থিক অনিয়মের অভিযোগও উল্লেখ করেন দুদক চেয়ারম্যান। তার ভাষ্য অনুযায়ী, রাজউক এবং গুলশানের প্লট বণ্টনে অনিয়ম, স্বর্ণালঙ্কারের সম্পদের হিসাবেও অস্বাভাবিকতা পাওয়া গেছে। ‘তার আয়কর নথিতে দেখা গেছে, স্বর্ণের পরিমাণ হঠাৎ ১০ ভরি থেকে বেড়ে ৩০ ভরি হয়ে গেছে, অথচ দামে কোনো পরিবর্তন নেই,’—বলেছেন আবদুল মোমেন।

তিনি আরও বলেন, ‘টিউলিপ বলছেন, তিনি কিছু জানেন না। যদি তাই হয়, তবে তার আইনজীবী কেন আমাদের কাছে চিঠি পাঠান? আর কিছু না জানলে মন্ত্রিত্ব ছাড়লেন কেন?’

দুদক চেয়ারম্যান নিশ্চিত করেন, সুনির্দিষ্ট ঠিকানায় তলবি নোটিশ পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতির অভিযোগের কারণে যুক্তরাজ্যে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ সিদ্দিক। গুলশানের একটি প্লট ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছে হস্তান্তরে অনিয়মের অভিযোগে ১৫ এপ্রিল তার বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ অনুযায়ী, ওই প্রক্রিয়ার মাধ্যমে তিনি ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট পেয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন #টিউলিপ #দুদক