আগামী ৩০ সেপ্টেম্বর মেয়েদের ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হচ্ছে। এই টুর্নামেন্টের আয়োজন করবে ভারত। তবে রাজনৈতিক উত্তাপের কারণে পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কাও ভারতের বিপক্ষে ছাড়া বাকি ম্যাচগুলো নিজ দেশের মাঠে খেলবে।
বেঙ্গালুরে টুর্নামেন্টের উদ্বোধনী দিন ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। পরদিন ইন্দোরে মাঠে নামবে গেল আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে অজি নারীদের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড।
বাংলাদেশ খেলা শুরু করবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। কলম্বোয় ২ অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। বাংলাদেশের পরের ম্যাচ খেলবে শক্তিশালী ইংল্যান্ডের সঙ্গে। ৭ অক্টোবর গোহাটিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে ।
ভিজাগে বাংলাদেশের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাচ দুটি হবে যথাক্রমে ১০ ও ১৩ অক্টোবর। একই ভেন্যুতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ অক্টোবর খেলবে বাংলাদেশ।
এরপর শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ নারী ক্রিকেটাররা। কলম্বোয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ হবে ২০ অক্টোবর। শ্রীলঙ্কা থেকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে পুনরায় ভারত আসবে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। এই ম্যাচ হবে ২৬ অক্টোবর বেঙ্গালুরুয়।
পাকিস্তান যদি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে তাহলে প্রথম সেমিফাইনাল কলম্বোয় হবে। পাকিস্তান গ্রুপ পর্বে বিদায় নিলে সেমিফাইনাল হবে গোহাটিতে। দ্বিতীয় সেমিফাইনাল হবে বেঙ্গালুরুয়। সেমিফাইনাল ম্যাচ দুটি হবে যথাক্রমে ২৯ ও ৩০ অক্টোবর। মেয়েদের বিশ্বকাপের ফাইনাল হবে ২ নভেম্বর। পাকিস্তান ফাইনালে উঠলে খেলা হবে কলম্বোতে। পাকিস্তান না থাকলে ফাইনাল হবে বেঙ্গালুরুয়।
বাংলাদেশের বিশ্বকাপ সূচি:
বাংলাদেশ- পাকিস্তান- ২ অক্টোবর-কলম্বো
বাংলাদেশ- ইংল্যান্ড- ৭ অক্টোবর- গোহাটি
বাংলাদেশ- নিউজিল্যান্ড- ১০ অক্টোবর- ভিজাগ
বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা- ১৩ অক্টোবর- ভিজাগ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া- ১৬ অক্টোবর- ভিজাগ
বাংলাদেশ- শ্রীলঙ্কা- ২০ অক্টোবর- কলম্বো
বাংলাদেশ- ভারত- ২৬ অক্টোবর- বেঙ্গালুরু