রাজনীতি

ফেব্রুয়ারির নির্বাচনের সিদ্ধান্ত ইসিকে দ্রুত জানাতে হবে : সালাহউদ্দিন

ছবি: ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হলে সে সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানানো প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক রূপান্তরের পথে অগ্রসর হতে হলে এ বিষয়ে বিলম্ব না করে স্পষ্ট বার্তা দিতে হবে।

সোমবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের আলোচনা সভায় তিনি এই বক্তব্য দেন।

সালাহউদ্দিন বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বলব—জনগণের স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন, যেন আমরা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে যেতে পারি।’

তিনি আরও জানান, লন্ডনে হওয়া আলোচনার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হয়েছে, তা নির্বাচন কমিশনে যথাযথভাবে জানাতে হবে। এ ধরনের বার্তা কমিশন পেলে তারা জনগণকে জানাতে পারবে যে, সরকার থেকে নির্বাচনের সময়সূচি সম্পর্কে পরামর্শমূলক বার্তা পেয়েছে।

সংবিধানের দৃষ্টিকোণ থেকে পরবর্তী সংসদে অন্তর্বর্তী সরকারের অনুমোদন প্রয়োজন, এ বিষয়টিও স্মরণ করিয়ে দিয়ে সালাহউদ্দিন বলেন, ‘এই সরকারের বৈধতা আগামী সংসদে কীভাবে প্রতিষ্ঠা পাবে, তা আমাদের ভাবতে হবে।’

বিএনপির এই নেতা জোর দিয়ে বলেন, লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সরকারের দায়মুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। 

তার দাবি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী গঠিত এবং সুপ্রিম কোর্টের উপদেষ্টা রুল অনুসরণ করেই এই গঠন হয়েছে।

সালাহউদ্দিন আরও উল্লেখ করেন, সংবিধান যেহেতু এখন চালু আছে, সাংবিধানিকভাবেই এই সরকার চলছে। সংবিধান যেভাবে বলছে, উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন। মন্ত্রী হওয়ার জন্য সংবিধানের ১৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার জন্য যে যোগ্যতা থাকতে হয়, এটা উপদেষ্টামণ্ডলীকে মাথায় রাখতে বলব। সংবিধানে কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টি অনুমোদন করা নেই।

এসময় আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতীয় নির্বাচন #বিএনপি #সালাহউদ্দিন আহমেদ