ইসরাইল দাবি করেছে যে, ইরান পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নকশার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করেছে। রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
প্রতিবেদনে বলা হয়, ইরানের বিজ্ঞানীরা পরমাণু অস্ত্রের নকশা প্রস্তুতির প্রক্রিয়ায় সফল পরীক্ষা চালিয়েছেন, এবং ইরান যদি চায়, তা কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম ছিল।
ইসরাইলি সশস্ত্রবাহিনী পরিচালিত আর্মি রেডিও অজ্ঞাত নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টাইমস অব ইসরাইল ।
গোয়েন্দা সূত্রের দাবি, এই গুরুত্বপূর্ণ তথ্য ইসরাইলের রাজনৈতিক নেতৃত্বকে দেওয়ার পর, দেশটি প্রতিরোধমূলক হামলার সিদ্ধান্ত নিয়েছিল। আর্মি রেডিও জানায়, ইরানি বিজ্ঞানীরা গোপনে পরমাণু অস্ত্র তৈরির করার কাজ শুরু করেছিলেন, যা ২০২৩ সালের শেষ বা ২০২৪ সালের প্রথম দিকে। হামাসের বিরুদ্ধে ইসরাইলের অভিযান শুরু হওয়ার পরপরই এই কার্যক্রম শুরু করে ইরান।
এছাড়া, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া চলছিল, যা পারমাণবিক বোমা তৈরির জন্য অপরিহার্য। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধি করেছে, তা দিয়ে নয়টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।
ইসরাইলি সশস্ত্রবাহিনী (আইডিএফ) জানায়, এ হামলায় কয়েকজন উচ্চমানের ইরানি বিজ্ঞানী নিহত হয়েছেন, যারা দীর্ঘ বছর ধরে পারমাণবিক বিস্ফোরক প্রযুক্তির উন্নয়ন প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। নিহত বিজ্ঞানীদের মধ্যে ছিলেন—পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ ফেরেদুন আব্বাসি, পদার্থবিদ মোহাম্মদ মেহেদি তেহরানচি, রাসায়নিক প্রকৌশল বিশেষজ্ঞ আকবর মোতালেবি জাদেহ, এবং আরও অনেকে।
এদিকে, ইসরাইল দাবি করেছে, দীর্ঘ এক বছরের গোয়েন্দা কাজের পর এই বিজ্ঞানীদের নির্মূল করা সম্ভব হয়েছে। এই গোপন প্রকল্পে বহু গোয়েন্দা কয়েক বছর ধরে কাজ করে আসছিল।
এমএ//