আন্তর্জাতিক

আবারও তেহরানে ইসরাইলি হামলা, যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে আবারও আগ্রাসী হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। হামলার আগে তেলআবিব দাবি করেছিল, তেহরানের আকাশপথ এখন তাদের নিয়ন্ত্রণে। সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 

ইরানের ফার্স নিউজ এজেন্সির সূত্রে জানা গেছে, রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটিগুলো ছিল এই হামলার মূল লক্ষ্য।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, তেহরানের পশ্চিমের একটি হাসপাতালেও হামলা হয়েছে, যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তারা এখন ইরান ‘বিজয়ের দোরগোড়ায়’ অবস্থান করছে। তার ভাষায়, তেহরানের আকাশে ইসরাইলই এখন সর্বেসর্বা।

দুই দেশের মধ্যে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে গেল ১৩ জুন থেকে। সেদিন ইসরাইল একযোগে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আক্রমণ শুরু করে।

ইসরাইলি সূত্র বলছে, ইরানের পাল্টা হামলায় অন্তত ২৪ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। অপরদিকে, ইরানের দাবি, ইসরাইলি আক্রমণে প্রাণ গেছে ২২৪ জনের, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে একটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #ইরান ইসরাইল সংঘাত