জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের দ্বিতীয় ধাপের বৈঠক আজ মঙ্গলবার (১৭ জুন)। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় জাতীয় ঐকমত্য কমিশন।
এবারের বৈঠকে, প্রথম ধাপের অমীমাংসিত বিষয়গুলো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করা হবে। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে—এতে সংবিধানে ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্বসহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় যে দ্বিমত রয়েছে সেসব বিষয়ে ঐক্যমত্যের ওপর গুরুত্বারোপ করা হবে। ১৭, ১৮ ও ১৯ জুন পর্যায়ক্রমে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে।
এ আলোচনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন-নিউজ (বিটিভি-নিউজ)।
প্রথম ধাপে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলেও মৌলিক কিছু সংস্কারের প্রস্তাব নিয়ে এখনও একমত হতে পারেনি তারা। এসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ২ জুন দ্বিতীয় ধাপের আলোচনার সূচনা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরের দিন, বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পর্যায়ের আলোচনা শুরু হয়। তিনটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার পর সভাটি মুলতবি করা হয়, এবং এখন তা আবার শুরু হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করে। এই কমিশনগুলো ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়।
পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি, ২০২৫ সালে, সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কারের জন্য একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।
এমএ//