চাকরির খবর

১ লাখের বেশি শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ, গণবিজ্ঞপ্তি প্রকাশ

সারাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ১ লাখেরও বেশি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সোমবার (১৬ জুন) এনটিআরসিএ’র সদস্য মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় মোট ১ লাখ ৮২২ জন শিক্ষকের পদে নিয়োগ দেয়া হবে।

এই নিয়োগ প্রক্রিয়ায় স্কুল ও কলেজ পর্যায়ে নিয়োগ পাবেন ৪৬ হাজার ২১১ জন। মাদরাসাগুলোতে শিক্ষক নিয়োগ হবে ৫৩ হাজার ৫০১টি পদে। এছাড়া কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০ জন নতুন শিক্ষক নিয়োগ পেতে পারেন।

আবেদন করতে আগ্রহীদের বয়স ২০২৫ সালের ৪ জুনের মধ্যে ৩৫ বছর অথবা তার কম হতে হবে। সেই সঙ্গে আবেদনকারীদের অবশ্যই এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং চূড়ান্ত ফল প্রকাশের তারিখের মধ্যে তিন বছরের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনপত্র জমা দেয়ার প্রক্রিয়া শুরু হবে ২২ জুন, ২০২৫ দুপুর ১২টা থেকে। আবেদন করা যাবে এনটিআরসিএ অথবা টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে।

এনটিআরসিএ জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা দেশের বিভিন্ন অঞ্চলের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে (এন্ট্রি লেভেল) দায়িত্ব পালন করবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষক নিয়োগ #স্কুল #কলেজ #মাদ্রাসা #শিক্ষক নিবন্ধন #চাকরি #বেসরকারি চাকরি