আন্তর্জাতিক

ইরানে হামলার নিন্দা জানালো ২১ মুসলিম দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে দখলদার ইসরাইলের আগ্রাসী হামলার নিন্দা জানিয়েছে মিশরসহ ২১টি মুসলিম দেশ। পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো। মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু। 

সোমবার এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, শাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

চিঠিতে বলা হয়েছে, ইরান ও ইসরাইলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে— তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে। জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন। 

চিঠিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্য যেন পরমাণু অস্ত্রমুক্ত থাকে এবং এই অঞ্চলের সব রাষ্ট্র যেন জাতিসংঘের পরমাণু প্রকল্প বিষয়ক চুক্তি নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপন (পারমাণবিক অস্ত্রের অপ্রসারণ চুক্তি) বা এনপিটিতে স্বাক্ষর করে।

প্রসঙ্গত, গেল শুক্রবার (১৩ জুন) ইরানে আগ্রাসী হামলা চালায় দখলদার ইসরাইল। ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

হামলায় ইরানের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কমান্ডারসহ অন্তত ২২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৪৮১ জন।

জবাবে শুক্রবার রাত থেকেই ইসরাইলে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। ইরানি হামলায় অন্তত ২৪ জন ইসরাইলি নিহত হয়েছেন এবং অন্তত ৩৮০ জন আহত হয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান \ #ইরান #ইসরাইল #ইরান ইসরাইল সংঘাত