আন্তর্জাতিক

খামেনিকে হত্যা করলেই সংঘাত বন্ধ হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাগ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা অস্বীকার করছে না ইসরাইল। দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, খামেনিকে হত্যা করা হলে সংঘাত বন্ধ হবে। 

মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়, সোমবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে নেয়ানিয়াহুর কাছে খামেনিকে হত্যার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আটকে দেয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তা অস্বীকার করেন। 

নেতানিয়াহুর দাবি, ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যজুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। তিনি বলেন, ইরান ‘চিরস্থায়ী যুদ্ধ’ চায় এবং ইসরাইলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরাইল এই আগ্রাসন ঠেকাচ্ছে। এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #ইরান ইসরাইল সংঘাত