বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ নিয়ে সতর্কতা আপডেট করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভারতকে নতুন করে ‘লেভেল ২’ ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে, যার মানে হলো সেখানে ভ্রমণকারী নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভারতে অপরাধ এবং সন্ত্রাসবাদের কারণে কিছু এলাকায় বিশেষ সতর্কতা প্রয়োজন। বিশেষ করে, পর্যটনস্থল ও জনবহুল জায়গাগুলো অপরাধের লক্ষ্য হতে পারে। এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ধর্ষণ, সহিংসতা এবং সন্ত্রাসবাদের মতো ঘটনাগুলি বেড়েছে, এবং এসব স্থান ভ্রমণের জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।
সতর্কবার্তায় কিছু নির্দিষ্ট অঞ্চলকে একেবারে পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে, যেমন পূর্ব মহারাষ্ট্র, উত্তর তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গের কিছু অংশ। এসব অঞ্চলে মার্কিন রাষ্ট্রদূতাবাসের জরুরি সহায়তা পৌঁছানো সম্ভব নয়, বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই অঞ্চলে মার্কিন কর্মচারীদের যাওয়ার জন্য বিশেষ অনুমতি প্রয়োজন।
এছাড়া, ভারতের আইন এবং প্রথাগুলি অনুসরণ করার জন্যও বলা হয়েছে, বিশেষ করে ‘লেভেল ৪’ অর্থাৎ ‘ভ্রমণ না করার’ ক্যাটাগরিতে থাকা জম্মু ও কাশ্মীরের মতো অঞ্চলে। সেখানে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক অস্থিরতা প্রায়ই ঘটতে দেখা যায়।
এমএ//