আন্তর্জাতিক

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পনা কেন্দ্রে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের সামরিক গোয়েন্দা কেন্দ্র  ও মোসাদের অপারেশ পরিকল্পনা কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১৭ জুন) ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

এর আগে ইসরাইলি গণমাধ্যমে বলা হয়, ইসরাইলের মধ্যাঞ্চলের শহর হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

প্রসঙ্গত, গেল শুক্রবার (১৩ জুন) ইরানে আগ্রাসী হামলা চালিয়ে যুদ্ধের সূচনা করে দখলদার ইসরাইল। ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

হামলায় ইরানের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কমান্ডার, নারী ও শিশুসহ অন্তত ২২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৪৮১ জন।

জবাবে শুক্রবার রাত থেকেই ইসরাইলে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। ইরানি হামলায় অন্তত ২৪ জন ইসরাইলি নিহত হয়েছেন এবং অন্তত ৩৮০ জন আহত হয়েছেন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #ইয়ারান ইসরাইল সংঘাত