নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদেরও তো একটু ধৈর্য থাকতে হবে। একদম অস্থিরতার মধ্যে সারাক্ষণ থাকলে তো হবে না। একটু ধৈর্য ধরতে হবে। একটু সহনশীল হতে হবে।
মঙ্গলবার (১৭ জুন) বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, ‘রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য আছে। সবার মতামত একটাই, সে জায়গায় কোথাও দ্বিমত আছে, তা আমরা মনে করি না। এখানে সবাই ঐকমত্য। বিভিন্ন কারণে এই জায়গাটায় আমরা এসেছি এবং জাতীয় ঐকমত্য পোষণ করছি।’
তিনি বলেন, ‘সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে এবং এই জায়গাটায় আমি কোনও অসুবিধা দেখছি না। আর দিনক্ষণ যেটা, সেটা তো নির্বাচন কমিশন ঘোষণা করবে। সেটা তো আর সরকারের বলতে পারবে না— আমরাও বলতে পারবো না। হ্যাঁ, সেটা তো নির্বাচন কমিশন থেকে আসবে। আমরা অপেক্ষা করবো। নিশ্চয়ই আগামী দিনে কোনও একটা সময়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে।’
ইশরাকের শপথ গ্রহণের বিষয়ে তিনি আরও বলেন, ‘আইনিভাবে কোর্টের রায় হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসছে। সুতরাং, সবাই অপেক্ষায় আছে আরকি। আমরা দেখি, সরকার কী সিদ্ধান্ত দেয়। একটু অপেক্ষা করি, একটু ধৈর্য ধরি’
ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
আই/এ