জাতীয়

জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব : আলী রীয়াজ

আসছে জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন বিশ্বাস করে, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। এ প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে সহযোগিতা করছে, তাদের প্রতি কমিশন কৃতজ্ঞ।

তিনি বলেন, চলমান প্রক্রিয়া অব্যাহত থাকলে, অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব। সমস্ত বিষয়গুলোতে আমরা সবাই একমত না হলেও সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে একমতে আসার চেষ্টা চলছে।

আলী রীয়াজ বলেন, সব বিষয়ে আমরা হয়তো একমত হতে পারব না। তবে জাতি ও রাষ্ট্রের স্বার্থে অন্তত কিছু বিষয়ে এক জায়গায় আসতে পারলে সেটাই হবে আমাদের অর্জন।

এসময় আলোচনায় অংশ নেন বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। তবে জামায়াতে ইসলামীর কোনো নেতা বৈঠকে অংশগ্রহণ করেনি।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঐক্যমত্য কমিশন #জুলাই #জাতীয় সনদ