গেলো বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন একজন ক্রিকেটারও।
২৩ বছর বয়সী ভারতীয় সেই ক্রিকেটারের নাম দির্ধ প্যাটেল। ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে এমএসসি করেছেন তিনি। খেলতেন ইংল্যান্ডের ক্লাব লিডস মডার্নিয়ান্সের হয়ে।
দির্ধ প্যাটেলের মৃত্যুর খবরে শোক জানিয়েছে লিডস মডার্নিয়ান্স ক্লাব। ২০২৪ সালে লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাবের বিদেশি খেলোয়াড় হিসেবে খেলেছিলেন দির্ধ। ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ‘এমন খবরে আমরা ভীষণ মর্মাহত। ক্লাবের প্রতিটি সদস্য দির্ধের পরিবার ও কাছের মানুষের পাশে রয়েছে।’
উল্লেখ্য, আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার ৬০ সেকেন্ডের মধ্যেই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। তদন্তকারীরা ব্ল্যাক বক্স উদ্ধার করেছেন এবং তদন্ত চলছে।