আন্তর্জাতিক

ইরান ইসরাইল যুদ্ধ; ‘‘চিরস্থায়ী শান্তি" চায় আমেরিকা

ইরান যেন পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ না হয়, ৪০ বার বলেছেন ট্রাম্প

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘তেহরানের নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বানের পর ওয়াশিংটন ইরানে শাসন পরিবর্তনের পরিকল্পনা করছে কি না- এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেন বা টুইট করেন তার ব্যাখ্যা তিনি করবেন না।  ট্রাম্প নিজেই যথেষ্ট স্পষ্ট ও স্বচ্ছ। তার বিষয়টি আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটি "শান্তিপূর্ণ বিশ্ব" ও "চিরস্থায়ী শান্তি" চান। কূটনৈতিক মাধ্যমেই এই অর্জন সম্ভব।এটাই ট্রাম্পের অঙ্গীকার। তিনি চিরস্থায়ীভাবে যুদ্ধের অবসান চান । এক বা ছয় মাসের জন্য নয়। বহু সংকটেই তিনি এই বার্তা দিয়েছেন।  

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার স্পষ্ট করেছেন “ইরান যেন পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ না হয়। দায়িত্ব নেয়ার পর ১২ বার এবং ২০১১ সাল থেকে ৪০ বার তিনি এই বক্তব্য দিয়েছেন। 

ব্রুস আরও জানান, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিক ও কূটনীতিকদের সহায়তা করতে ‘মিডল ইস্ট টাস্ক ফোর্স’ গঠন করা হয়েছে। 

এর মধ্যে গত শুক্রবার ভোরে ইসরাইলি বাহিনী 'অপারেশন রাইজিং লায়ন' চালায়।  যেখানে ইরানের পারমাণবিক স্থাপনা ও রেভল্যুশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা হয়। এই অভিযানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ও রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।

জবাবে, ইরান 'অপারেশন ট্রু প্রমিজ ৩' চালিয়ে ইসরাইলের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় তেল আবিবসহ বেশ কিছু কৌশলগত স্থানে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়।

ইসরাইলের এই হামলার নিন্দা জানিয়েছে লেবানন, সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), রাশিয়া, চীন, মিসর, কুয়েত ও জর্ডান। উদ্বেগ জানিয়েছে আরব লীগ ও জাতিসংঘ।  

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্যামি ব্রুস #যুক্তরাষ্ট্র