আলোকস্বল্পতায় আগেভাগে শেষ হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চলা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। বৃষ্টি বাঁধায় খেলা বন্ধ থাকার পর ৩১.৪ ওভার খেলা হওয়ার কথা ছিল। কিন্তু গল টেস্টে বুধবার শেষ বিকেলে খেলা হয়েছে মাত্র ২০.৪ ওভার।
বৃষ্টি হানা দেওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিলো ৪ উইকেটে ৪২৩। তবে এরপর একে একে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখা মুশফিকুর রহিম ফিরেছেন ১৬৩ রানে। আর লিটন কুমার দাস আউট হয়েছেন ৯০ রানে।
এরপর আরও ৩ উইকেট তুলে নিয়েছে শ্রীলঙ্কা। জাকের আলী ৮, নাঈম হাসান ১১ ও তাইজুল ইসলাম ৬ রানে ফিরে গেছেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।
আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে বাংলাদেশ সময় সোয়া ১০টায়।