আন্তর্জাতিক

জি সেভেনে এর চেয়ার সারাংশের নিন্দা জানিয়েছে চীন

ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এ ট্রাম্পের আহ্বানে পরিস্থিতি ঘোলাটে হয়েছে

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

জি সেভেন সম্মেলনের পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির প্রকাশিত চেয়ার সারাংশকে লিখিত বক্তব্যকে ‘চীনের প্রতি অপপ্রচার ও কালিমালিপ্ত’ এবং চীনের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ হিসেবে বলে তীব্র নিন্দা জানিয়েছে চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বুধবার (১৭ জুন) বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এই নিন্দা জানান। গুও বলেন, "এই সারাংশ চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা লঙ্ঘন করেছে। চীন এর দৃঢ় বিরোধিতা করে সংশ্লিষ্টদের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে।"

জি সেভেন সম্মেলন শেষে প্রকাশিত চেয়ার সারাংশে চীনকে 'বাজার বিকৃতি' ও 'অতিরিক্ত উৎপাদন ক্ষমতা' থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এছাড়া গুরুত্বপূর্ণ খনিজ উপাদান সরবরাহে চীনের উপর নির্ভরশীলতা কমাতে জি সেভেন একটি কর্মপরিকল্পনাও ঘোষণা করে। 

মুখপাত্র গুও এ বিষয়ে বলেন, “চীনে বাজার বিকৃতি কিংবা অতিরিক্ত উৎপাদনের অভিযোগ ভিত্তিহীন। বাস্তবে, জি সেভেন এসব অজুহাত তুলে বাণিজ্য সুরক্ষা ও চীনের শিল্প বিকাশে প্রতিবন্ধকতা তৈরি করতে চাইছে। এটি রাজনৈতিকীকরণ এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুর অপব্যবহার।”

তিনি আরও বলেন, তাইওয়ান প্রণালীর স্থিতিশীলতার প্রধান হুমকি চীন নয়, বাইরের শক্তির হস্তক্ষেপ। গুও দাবি করেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি ‘আপেক্ষিকভাবে স্থিতিশীল’ আছে। এই অঞ্চল সম্পর্কে ‘উস্কানিমূলক কর্মকাণ্ড’ থেকে জি সেভেন-এর বিরত থাকা উচিত।

সংবাদ সম্মেলনে গুও আরও জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিশেষ করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের প্রতি ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর আহ্বানকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হয়েছে। 

তিনি জানান, ইসরায়েল ও ইরান থেকে চীনা নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য চীনা দূতাবাস ও কনস্যুলেটগুলো কাজ করছে। আজারবাইজান, তুর্কমেনিস্তানসহ আশপাশের দেশে সীমান্তে সহায়তার মাধ্যমে চীনা নাগরিকদের পুনর্বাসন ও  নিজদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

চীন জি সেভেন নেতাদের প্রতি আহ্বান জানায়, তারা যেন চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না করে সহযোগিতা অব্যাহত রাখে। আন্তর্জাতিক আইন ও বিধিমালা মেনে চলে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জি সেভেন #চীন