ধর্ম

হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজার ৩৭০ জন হাজি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে বুধবার (১৮ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩২,৩৭০ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায়  ৪,৫৯৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৭,৭৭৫ জন হাজি ফিরেছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছে।  

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস এবং সৌদি আরবের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ৮২টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ১১,৭৪২ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ১৩,৮৪৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে ৬,৭৭৯ জন হাজি দেশে ফিরে এসেছেন।

এদিকে হজ পালন করতে গিয়ে এবছর ৩২ জন বাংলাদেশি মারা গেছেন।  তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী।  মক্কায় ২১ জন, মদিনায় ১০ জন এবং আরাফাতে ১ জন হাজি মৃত্যুবরণ করেছেন। 

উল্লেখ্য, গেল ২০২৫ সালের ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের উপস্থিতিতে হজ ফ্লাইটের উদ্বোধন হয়েছিল। ওই দিন রাত ২টা ২০ মিনিটে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 

ফিরতি হজ ফ্লাইট ১০ জুন থেকে শুরু হয় এবং ওইদিন সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ জন হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চলতি বছরের হজ ফ্লাইট ১০ জুলাই পর্যন্ত চলমান থাকবে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হজ #দেশে ফিরেছেন