আন্তর্জাতিক

ইরান-ইসরাইল সংঘাত

জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক

চলমান ইসরায়েল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক আহ্বান করেছে। ইরানের অনুরোধে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (২০ জুন) নিউইয়র্কে, স্থানীয় সময় সকাল ১০টায়।

বৃহস্পতিবার (১৯ জুন) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অনুরোধের প্রতি সমর্থন জানিয়েছে চীন, রাশিয়া ও পাকিস্তান। তেহরান অভিযোগ করেছে, ইসরায়েলের সাম্প্রতিক ‘অবৈধ’ সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত, যা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে উত্তপ্ত করে তুলেছে। ইরানের দাবি, এ অভিযোগের পক্ষে তাদের কাছে ‘অকাট্য প্রমাণ’ রয়েছে।

এই পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে ইরান, যাতে সংঘাত আরও বিস্তৃত আকার না নেয়।

এর আগে, গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েল-ইরান সংঘাত ইস্যুতে জরুরি বৈঠক করে নিরাপত্তা পরিষদ।

গত ১৩ জুন ইরানে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের বেশ কিছু পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে দেশটি। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল লক্ষ্য করে শত শত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নেয়। ছয়দিন ধরে পাল্টাপাল্টি হামলায় দুই দেশে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। ধ্বংস হয়েছে বহু স্থাপনা।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #জাতিসংঘ