বিনোদন

জামিনে মুক্ত হলেন গানবাংলা টিভির তাপস

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস জামিনে মুক্তি পেয়েছে। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাকে। গেল বছর বৈষম্যবিরোধী আন্দোলনে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে তাপসকে গ্রেপ্তার করা হয়েছিল। 

বিষয়টি কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর দ্রুত তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়। সন্ধ্যা ৭টা নাগাদ তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। 

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার ঘটনায় কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ মোট ১২৬ জনকে আসামি করা হয়। ওই মামলায় কৌশিক হোসেন তাপস ৯ নম্বর আসামি ছিলেন। 

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ১৮ জুলাই উত্তরা এলাকা আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাপসও দাঙ্গা-হাঙ্গামায় জড়িত হন। সেই সময় গুলিবিদ্ধ হন ইশতিয়াক মাহমুদ, যার শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এসকে//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গানবাংলা #কৌশিক হোসেন তাপস #জামিনে মুক্ত