আন্তর্জাতিক

ইরানে হামলা

আমি কী করব, সেটা কেউ জানে না: ট্রাম্প

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানে হামলা চালানোর সম্ভাবনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনও স্পষ্ট উত্তর দেননি। গেল বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,আমি কি করব, তা এখনো কেউ জানে না।

এ সময় ট্রাম্প বলেন, ইরান তার সাথে যোগাযোগ করলেও পরিস্থিতি এখন অনেক পরিবর্তন হয়েছে। এক সপ্তাহ আগে যা ছিল, তা আর বর্তমান সময়ে প্রযোজ্য নয়। তিনি আরও যোগ করে বলেন, এখন আর কিছু নিশ্চিত করা সম্ভব নয়।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যা ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করতে সক্ষম। তবে তিনি সতর্কতার সাথে উল্লেখ করেন, এই ক্ষমতা থাকার মানে এই নয় যে, আমি সেটি করতে যাচ্ছি।

ট্রাম্প আবারও দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে শুধু কয়েক সপ্তাহ দূরে ছিল, যদিও তেহরান এই দাবি বারবার অস্বীকার করেছে। তিনি আরও বলেন, ইরান এখনও আন্তর্জাতিক পারমাণবিক চুক্তিতে সই করেনি। তবে তিনি আশা প্রকাশ করেন, এটি সম্ভব হতে পারে, তবে সময় খুবই সীমিত।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রাম্প #ইরান